Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয় : অন্তর্বর্তী সরকার

গেজেট ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রায় হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ-এ বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গোপালগঞ্জে আজকের সহিংসতার ব্যবহার একেবারে অবমুক্ত। তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে একটি র ্যালি অনুষ্ঠিত হতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এর সদস্যরা, পুলিশ এবং মিডিয়া নৃশংসভাবে হামলার শিকার হয়েছিল, তাদের গাড়ি ভাংচুর এবং ব্যক্তিদের হিংস্রভাবে লাঞ্ছিত করেছিল।’

এতে বলা হয়, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ ও আল কর্মীদের দ্বারা করা এই ন্যক্কারজনক কাজ —কোনো সাজা হবেনা। অপরাধীদের দ্রুত সনাক্ত করতে হবে এবং সম্পূর্ণরূপে দায়বদ্ধ হতে হবে। বাংলাদেশের কোন নাগরিক এর উপর এমন হিংস্রতার কোন স্থান নেই। আমরা সেনাবাহিনী এবং পুলিশকে তাদের দ্রুত হস্তক্ষেপের জন্য প্রশংসা করি, এবং আমরা ছাত্র এবং লোকেদের স্থিতিস্থাপকতা এবং সাহসকে সাধুবাদ জানাই যারা এই দূষিত হুমকি সত্ত্বেও তাদের সমাবেশ চালিয়ে গেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই নৃশংসতার জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি হবে। এটা একেবারে পরিষ্কার করা যাক: আমাদের দেশে সহিংসতার কোন স্থান নেই। ন্যায় বিচার অবশ্যই থাকবে এবং থাকবে।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন