Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুবিতে ক্লাস বর্জন, সকালে শিববাড়িতে বিক্ষোভ, দুপুরে জিরোপয়েন্টে ব্লকেডের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

এছাড়া বিক্ষোভ সমাবেশ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নাগরিক সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাম মঞ্চসহ বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার নিজেদের ফেসবুকে পেজে তারা এসব কর্মসূচি ঘোষণা করেন।

কুয়েট ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের এক দফা সমর্থনে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দ্যা রেড জুলাই নামের একটি সংগঠন। একই সময়ে খুলনা নাগরিক সমাজও শিববাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির পক্ষ থেকে একই স্থানে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে কুয়েট ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের এক দফা সমর্থনে দুপুর ২টায় নগরীর জিরোপয়েন্ট বিক্ষোভ সমাবেশ ব্লকেড কর্মসূচি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফেসবুক পেজগুলোতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন