রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

করোনায় আক্রান্ত আসিফ নজরুল

গেজেট ডেস্ক

করোনায় আক্রান্ত হলেন শিক্ষক, লেখক ও কলামনিস্ট আসিফ নজরুল। মঙ্গলবার ‍দুপুরে ফেইসবুকে ভেরিফায়েড পেজে তিনি খবরটি নিশ্চিত করেন। সেখানে তিনি জানান, জ্বরে ভোগার সূত্রে পরীক্ষার পর জানতে পারেন করোনা পজিটিভ।

আসিফ নজরুল লেখেন, “শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ।” সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক। তিনি বলেন, “আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ্ ভালো হয়ে যাবো।” আসিফ নজরুল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

 

খুলনা গেজেট/ এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন