শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

৫০ টাকার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ

গেজেট ডেস্ক

সিরাজগঞ্জে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে, সদরের খোকশাবাড়ী ইউনিয়নের ফকিরতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই অভিযুক্ত কালামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

স্বজনরা জানান, বিল থেকে শাপলা তুলতে গেলে ৫০ টাকা দেয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে কালাম। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। শিশুটিকে চিকিৎসা দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন