শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গোপালগঞ্জে গাড়ীর ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে গাড়ীর ধাক্কায় অজ্ঞাত (৪০) পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ঘোনাপাড়া ফাড়ি ইনচার্জ এস আই মলয় রায় জানিয়েছেন, আজ ভোর সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা সড়কে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠিয়েছে। লাশের শরীরের আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় যে কোন যানবাহনের ধাক্কায় সে নিহত হয়েছে। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন