শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গাজীপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২

গেজেট ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন বাসযাত্রী। শনিবার ভোরে উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা এলাকার শামসুল মিয়ার ছেলে মাসুদ মিয়া (৪২)। আরেক নিহত নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান জানান, কালিয়াকৈরের সোনাখালী এলাকায় যাত্রীবাহী একটি বাস রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ঢাকাগামী নীলসাগর ট্রেন বাসটিকে ধাক্কা দেয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ ওই বাসটি রেললাইন থেকে সরিয়ে নিলে সকাল ৯ টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন