Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
র‌্যাবের কমপ্লেন সেলে

সাহেদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৯২টি অভিযোগ

গেজেট ডেস্ক

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে হটলাইনে ২৪ ঘণ্টায় জমা পড়েছে ৯২টি অভিযোগ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, ৭২ জন ব্যক্তি সরাসরি ফোন করে অভিযোগ দিয়েছেন। বাকি ২০টি ইমেইলে এসেছে। সব অভিযোগই খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শুক্রবার (১৭ই জুলাই) বিকালে সংবাদ সম্মেলনে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণার অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে র‌্যাব।

ভুক্তভোগীরা ০১৭৭-৭৭২০২১১ নম্বরে ফোন করে অথবা rabhq.invest@gmail.com এই আইডিতে অভিযোগ জানাতে পারবেন। এরই পরিপেক্ষিতে র‌্যাবের কমপ্লেন সেলে সাহেদের বিরুদ্ধে একদিনে ৯২ অভিযোগ জমা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন