Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভোট বর্জনকারীদের বর্জন করলেন ভোটাররা : কাদের

গেজেট ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে।

রোববার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভোট দেয়ার পর ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট হচ্ছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও উপস্থিতি প্রমাণ করে যে যারা ভোট বর্জন করার জন্য নাশকতা ও সহিংসতার আশ্রয় নিয়েছে তারা আবারো পরাজিত হলো।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের বয়কটের মধ্যেই ভোটগ্রহণ চলছে।

দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সূত্র : বিবিসি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন