শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আদমপুর এলাকায় ইলিয়াস নামের এক সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১১অক্টোবর) দিবাগত রাত ৮টায় এ খুনের ঘটনা ঘটে। এঘটনায় জড়িত সন্দেহে তুষার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।।

নিহত সাংবাদিক ইলিয়াস বন্দরের জিওধারা চৌরাস্তা এলাকার মজিবর মিয়ার ছেলে। তিনি ‘দৈনিক বিজয়’ পত্রিকায় কাজ করতেন। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, রাতে বন্দরের আদমপুর এলাকাতে কে বা কারা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন