শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সঠিক পদক্ষেপ নেবার কারণেই করোনায় খাদ্য সংকট দেখা যায়নি: প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবার কারণেই করোনার সময় দেশে খাদ্য সংকট দেখা যায়নি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার দ্বিতীয় আঘাতের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

রবিবার সকালে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশনের মাঝে জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাভার সেনানিবাসে জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশে স্ব স্ব ইউনিট অধিনায়কের হাতে পতাকা হস্তান্তর করেন সেনাপ্রধান। পরে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকে সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। কারও সাথে বৈরিতা নয়, শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে চায় সরকার। যার মূল লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধি হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কল্যাণের কথা চিন্তা করে সেনাবাহিনীর সদস্যদের কাজ করার আহবানও জানান প্রধানমন্ত্রী।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন