শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সিলেটের মেয়র ও প্রধান প্রকৌশলী করোনায় আক্রান্ত

গেজেট ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে এ ভাইরাস ধরা পড়েছে সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের শরীরেও।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এই তালিকায় তাদের দুজনের নাম রয়েছে।

এর আগে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম স্ব-পরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ জানান, গত তিন-চারদিন থেকে মেয়র আরিফ হালকা জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন। যদিও আজ জ্বর-কাশি আগের তুলনায় কম ছিল। যে কারণে অফিস করেছেন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন বলে জানান সুহেল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন