বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর মামলার ঐতিহাসিক রায় আজ

গেজেট ডেস্ক

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক ঐতিহাসিক রায় হতে যাচ্ছে আজ বুধবার (০৯ সেপ্টেম্বর)। পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দেশে এটিই হবে প্রথম রায়। আজ দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ-এর এ রায় ঘোষণা করার দিন ধার্য্য রয়েছে।

২০১৩ সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন প্রণয়নের পর এই প্রথম কোনও মামলার রায় হতে যাচ্ছে।

এরআগে, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুরে জনি নামের এক ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ মামলা হয়। নিহত জনির ভাই ইমতিয়াজ হোসেন রকি ৭ আগস্ট তৎকালীন পল্লবী থানার উপপরিদর্শক জাহিদুর রহমান জাহিদসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন