Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, চট্টগ্রামেও মামলা

গেজেট ডেস্ক

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম, সাহেদের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দেন। এ দুই মামলায় তার বিরুদ্ধে ৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলা দুটি করেছেন, কারওয়ান বাজারের মাসুদ এন্টারপ্রাইজের সাইফুল্লাহ মাসুদ।

আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তরা পশ্চিম থানাকে এ মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

গেলো সপ্তাহে রিজেন্ট চেয়ারম্যানের করোনা বিশেষায়িত হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। এরপর থেকেই পলাতক সাহেদ।

এদিক, প্রতারণার মাধ্যমে ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামে।

মেগা মোটর্সের মালিক মোহাম্মদ সাইফুদ্দিন বিকেলে নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। সাহেদ ছাড়াও আসামী তার সহযোগী শহীদুল্লাহ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, মেগা মোটর্সের আমদানি করা ২০০ ত্রিহুইলারের রুট পারমিট নিয়ে দেয়ার নামে ৯১ লাখ টাকা নেন সাহেদ। কিন্তু রুট পারমিটের নামে যেসব কাগজপত্র দেয়া হয় তার সবটাই জাল। পরে টাকা ফেরত চাইলেও দেননি সাহেদ করিম।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন