Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ময়মন‌সিং‌হের ভালুকায় বাস- প্রাই‌ভেট কার সংঘ‌র্ষে নিহত ৬

গেজেট ডেস্ক

ময়মনসিংহের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একটি শিশু, দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, সকালে একটি প্রাইভেটকার ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা ইমমার পরিবহনের একটি বাসের নিচে ঢুকে যায়।  এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ছয়জন নিহত হন। এতে আহত হন বাসের ১০ যাত্রী।   বাসটি  হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল আর প্রাইভেটকারটি যাচ্ছিল ময়মনসিংহে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন