Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গ্রেনেড হামলার ১৬ বছর আজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আ’লীগের সমাবেশে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনার ১৬ বছর পূর্ণ হচ্ছে আজ, শুক্রবার। ২০০৪ সালের এইদিনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে নিহত হন ২২জন। আর আহত হন কয়েক শ’।

ভয়াবহ এই গ্রেনেড হামলার ১৪ বছরের মাথায় পৃথক দু’টি মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করা হয়। বিভিন্ন মেয়াদে সাজা হয় আরও ১১ জনের। সাজাপ্রাপ্ত ৫১ আসামীর মধ্যে এখনো পলাতক আছেন ১৮ জন।

গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সে সময়ের মহিলা আ’লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২২জন নিহত হন। আহত হন কয়েক শ’। বর্তমান প্রধানমন্ত্রী ও সেই সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে যান। তবে তাঁর কান ক্ষতিগ্রস্ত হয়। দিবসটি পালনে কর্মসূচি গ্রহন করে আ’লীগ। করোনার কারণে এবারের কর্মসূচি সীমিত করা হয়েছে।

কর্মসূচি : ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও তাদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আ’লীগ। এবার অনুরুপ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন