হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছে তামিম ইকবালের খেলা। হাঁটুর চোটের কারণে তাকে নিয়ে সংশয় আছে বলে জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
আর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, খেলা না খেলার চূড়ান্ত সিদ্ধান্তটা টেস্টের আগেরদিন নিতে হবে তামিমকেই।
ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ থেকে তামিম ছিটকে গিয়েছিলেন হাঁটুর চোটের কারণে। জিম্বাবুয়েতে একমাত্র টেস্টের আগে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনও খেলেননি তিনি। তবে দ্বিতীয় দিন শেষের দিকে নেমেছিলেন, সে সময় একটু অস্বস্তিতে ছিলেন বলেও মনে হচ্ছিল।
আপাতত তার খেলা নিয়ে নিশ্চিত নন ডমিঙ্গোও, ‘ ‘তামিম এখনো শতভাগ নিশ্চিত না। তাঁকে নিয়ে সংশয় আছে। অদূর ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার ধারণা।’
হাঁটুর চোটের পরিস্থিতি বুঝতে অস্ট্রেলিয়ায় চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে স্ক্যান রিপোর্ট পাঠিয়েছিলেন তামিম। তাকে ৮ সপ্তাহ বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছিল সেখান থেকে। তবে জিম্বাবুয়ে সফরে টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে তামিমের এই বিশ্রামের সময় বের করা একটু জটিল হয়ে উঠেছে।
দেবাশীষ তামিমের পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন, ‘তামিমের চোট এমন কিছু না যে অস্ত্রোপচার করতে হবে। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আপাতত ব্যথার কমার ওপর নির্ভর করছে সবকিছু। টেস্টের আগেরদিনের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে সিদ্ধান্তটা নিতে হবে তামিমকেই, ‘এটা নিজেকে বুঝতে হবে। সে যদি মনে করে পারবে, তাহলে সেভাবে সিদ্ধান্ত নেবে। আর আমাদের কথা হচ্ছে, যত বেশি বিশ্রাম নিতে পারবে, ততই সুস্থ হয়ে উঠবে।’
অবশ্য তামিমের মনযোগ এখন টেস্ট খেলার দিকেই। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের টেস্ট ও ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে পারেন তিনি। এরপর টি-টোয়েন্টি সিরিজ না খেলে দেশে ফিরে এসে বিশ্রামও নিতে পারেন।
বিসিবির এক সূত্র জানিয়েছে, এমন ভাবনা থেকে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সময়ও বিশ্রামে থাকার ইচ্ছার কথা বিসিবিকে জানিয়ে রেখেছেন তামিম। এর আগে নিউজিল্যান্ড সফরেও টি-টোয়েন্টি সিরিজ থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন তিনি।
হারারেতে তামিম অনিশ্চিত হলেও চোটের শঙ্কায় থাকা মুশফিকুর রহিমকে নিয়ে তেমন চিন্তা নেই। খেলার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ডমিঙ্গো।
আর দেবাশীষ জানিয়েছেন, এমনিতেও টেস্টে উইকেটকিপিং করছেন না বলে ব্যাটিংয়ের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় তার। অন্যদিকে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়ে প্রস্তুতি ম্যাচে বোলিং না করা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও এখন ঝুঁকিমুক্ত।
খুলনা গেজেট/এমএইচবি