বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় দুইশত মোটর শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের উদ্যোগে আজ সোমবার দুপুরে খুলনা সোনাডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনায় কর্মহীন দুইশত মোটর শ্রমিকের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

সিটি মেয়রের পক্ষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।

খুলনা মহানগর শ্রমিক লীগ আয়োজিত এই খাদ্যসহায়তা বিতরণে শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: তথ্য বিবরণী।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন