বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা-মোংলা মহাসড়কের রূপসাস্থ জয়পুর এলাকায় আজ সোমবার (০৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ইঞ্জিন চালিত ভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে রাজিয়া খাতুন রিনা(৫০) নামে মহিলার মৃত্যু হয়েছে।

বিষয়টি খুলনা গেজেটকে নিশ্চিত করেছেন রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রূপসা উপজেলার শিরগাতি এলাকার কেএম হাবিবুর রহমানের স্ত্রী রাজিয়া খাতুন রিনা সকালে পূর্ব রূপসা ঘাট হতে ইঞ্জিন চালিত ভ্যানযোগে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভ্যানটি জয়পুরস্থ একটেল টাওয়ারের সামনে পৌঁছালে আকস্মিকভাবে ভ্যানের চাকায় গলায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন