সন্তানের উপদ্রব সহ্য করতে না পেরে খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের এক অসহায় পিতা মাতা নিজ সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরীর কাছে। তাৎক্ষনিকভাবে তিনি তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পেলেন। বিষয়টি তিনি জানালেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলমকে।
উপজেলা নির্বাহী অফিসার শনিবার (৩ জুলাই) অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাব্বির হোসেন (২২) কে গণ উপদ্রব ঘটানোর অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর (২৯১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সূত্র জানায়, কারাদণ্ডপ্রাপ্ত মোঃ সাব্বির হোসেন ইতিপূর্বে অনৈতিক কার্যকলাপের কারণে খুলনা গণপূর্ত অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে সাজা ভোগ করে গত মাসের ১৭ জুন জেল থেকে ছাড়া পায়। অভিযোগকারী পিতার নাম মোঃ শফিকুল ইসলাম। বাড়ি দিঘলিয়া গ্রামে। প্রশাসনের তাৎক্ষনিক পদক্ষেপে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
খুলনা গেজেট/এমএইচবি