আটরা গিলাতলা ইউনিয়ন অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন অনুষ্ঠান শনিবার (৩ জুলাই) সকাল ১১ টায় শিরোমনি ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে ও ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান জামাল।
অনুষ্ঠানে বক্তারা অক্সিজেন ব্যাংক এর সেবার পাশাপাশি ফ্রি অত্যাধুনিক এ্যাম্বুলেস সেবা, করোনা আক্রান্ত হতদরিদ্র পরিবারের জন্যে এক মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান, করোনার যাবতীয় ঔষধ, ফ্রি ডাক্তারের ব্যাবস্থা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ জামিল খান, শিউলি খান। এছাড়া বক্তব্য রাখেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সম রেজওয়ান আলী , খানজাহান আলী থানা আওয়ামীলীগের সহ সভাপতি বেগ আঃ রাজ্জাক রাজ, শেখ ইকবাল হোসেন, আঃ হামিদ সরদার প্রমুখ ।
সভা শেষে খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্রসহ করোনায় আক্রান্ত সকল মানুষের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউর রহমান।