ফুলতলা থানা পুলিশ শনিবার দিবাগত রাতে উপজেলার মিমু জুট মিলের পশ্চিমপার্শ্বের নাওদাড়ি সড়ক থেকে ৪৭ রাউন্ড পয়েন্ট টুটু বোরের পিস্তল/রিভলবারের গুলিসহ মোঃ ইসরাফিল সরদার (১৯) কে আটক করে। সে নাউদাড়ি গ্রামের ইউনুচ আলী সরদারের পুত্র।
পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে পুলিশ নাউদাড়ি এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ মোঃ ইসরাফিল সরদারকে ৪৭ রাউন্ড গুলিসহ আটক করলেও অস্ত্রসহ অপরব্যক্তি পালিয়ে যায়। এ ব্যাপারে এসআই মধুসূধন পান্ডে বাদি হয়ে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা (নং-০১, তারিখ-০৩/০৭/২১ইং) দায়ের করেন।
ওসি মাহাতাব উদ্দিন বলেন, আটককৃত ইসরাফিল সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম