ভিন্ন স্বাদে ভিন্ন আম ভিন্ন তার নাম,
কাঁচা পাকা কাঁচমিষ্টি বেশি কম দাম।
বৃন্দাবনী,বউ সোহাগী, বউ ভুলানী,
বারোমাসি,বাউনিলতা,বাওয়ানী।
খাসা,ক্ষীরমণ,কহিনুর,কহিতুর,
মেসোভুলানী,ফুসলানি,আর মতিচুর।
চুপ করে থাকা যায় এই কেচ্ছা শুনে,
এমন প্রজাতি কেমনে আম্র ভূবনে?
মালিনীরে মজাইতে মালির বচন,
এইভাবে বহু জাতি নাম প্রচলন।
আমতা না আমসত্ত্ব এটা বড় নয়,
কোন শর্তে কোন আমে এটা তৈরি হয়।
জিহ্বারে জিজ্ঞাসিলে খেলে কোন আমের ?
উত্তর অতিসত্বর উন্নত মানের।
বাজার ঘুরে খুঁজো কিনবে কোন জাত?
আমসত্ত্বে সোজা হও নয় দ্বিধামত।
খুলনা গেজেট/এমএম