বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফুলতলা প্রতিনিধি

দেশব্যাপী ঘোষিত লকডাউনের প্রথম দিন খুলনার ফুলতলায় বিধি ভঙ্গ করায় চার হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ইউএনও সাদিয়া আফরিনের নেতৃত্বে সেনাবাহিনী ফুলতলা বাজার এলাকায় টহল দেয়। এ সময় বিধি ভঙ্গ করে দোকান খোলার অপরাধে রাইট চয়েজকে ৩ হাজার, শুকুর আলীর ফোমের দোকানে ৫শ’ এবং পুরাতন মার্কেটের কাপড়ের দোকানে ৫শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এদিকে অহেতুক বাজারে ঘোরাফেরা করার অপরাধে অপর ৮ ব্যক্তিকে কয়েকঘন্টা আটকে রেখে পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন