ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী সভা আজ মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী মাওলানা ইমরান হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ্ সম্পাদক গাজী ফেরদাউস সুমন, মাওলানা আব্বাস আমিন, হাফেজ আব্দুল লতিফ, আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য মাওলানা হাফিজুর রহমান, যুব আন্দোলন নগর সভাপতি আবুল কাশেম, ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় অতিদ্রুত করোনা রোগীদের সহায়তার জন্য অক্সিজেন ও ব্লাড ব্যাংকের উদ্বোধন, সার্বক্ষনিক একটি স্বেচ্ছাসেবক টিম রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনা গেজেট/ টি আই