খুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গে তাদের মৃত্যু হয়। এর মধ্যে ১১ জন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, রামপালের লাবনী আক্তার (৪২) খুলনার মনি খন্দকার (৪০), বাগেরহাটের ফারুক আহমেদ (৭০) ও যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫)। এছাড়া একজন উপসর্গ নিয়ে মারা যান। ১৩০ শয্যার হাসপাতালটিতে সকাল পর্যন্ত ১৮৩জন চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে রেড জোনে ১০০জন, ইয়ালো জোনে ৪৩জন, আইসিইউতে ২০জন এবং এইচডিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৯জন। আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪৫ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- নওয়াপাড়ার আবদুল হামিদ (৭০), গোপালগঞ্জ কাশিয়ানির মরিয়ম বেগম (৭০), নড়াইল সদরের জিয়াউর রহমান (৩৮) ও নড়াইল সদরের আব্দুল বারী (৬৩)।
এছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৯২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৯জন। আইসিইউতে রয়েছেন ছয়জন আর এইচডিইউতে আছেন ৮ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৬৬জন, তার মধ্যে ৩০জন পুরুষ ও ৩৬জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
মৃতরা হলেন, নগরীর খালিশপুরের চান মিয়া(৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬) ও নগরীর হাজী মহসিন রোডের জহুরুল হক (৭৪)।
খুলনা গেজেট/ টি আই/এমএম