বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেসিসির সাবেক মেয়র মনির ভাই বীর মুক্তিযোদ্ধা জহুরুল হকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির সেঝ ভাই নৌ কমান্ডো যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খোকা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা ১১টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, ভাইবোন-আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বাদ আছর খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এরপর গার্ড অফ অনার শেষে টুটপাড়া কবরস্হানে দাফন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা জেলা বিএনপি’র শোক
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল­া খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী জহুরুল হক খোকা ৭১ এর রণাঙ্গণে মাতৃভূমির স্বাধীনতার জন্য যুদ্ধ করে যুদ্ধাহত হয়েছিলেন, এজন্য জাতি তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও নীতিবান মানুষ ছিলেন মরহুম জহুরুল হক খোকা। মহান আল্লাহ রাব্বল আলামীন তাকে বেহেস্ত নসীব করুন।

খুলনা গেজেট/এনএম/টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন