যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়, খুলনা বিভাগীয় প্রশাসন ও খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সম্পন্ন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা। খুলনা জেলা স্টেডিয়ামে শুক্রবার (২৫ জুন) প্রতিযোগিতার দুই গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গ্রুপে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া জেলা। আর বঙ্গমাতা গ্রুপে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা।
বঙ্গমাতা গোল্ডকাপে মেয়েদের গ্রুপে দিনের প্রথম ফাইনালে মাগুরা জেলা ১-০ গোলে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে খেলার ২২তম মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বৃষ্টি।
এদিকে বঙ্গবন্ধু কাপে ছেলেদের গ্রুপে দিনের দ্বিতীয় ফাইনালে কুষ্টিয়া জেলা ১-০ গোলে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে বিজয়ী দলের হয়ে খেলার ৪৫ মিনিটে গোলটি করেন ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তানভীর।
ফাইনালের দু’টি ম্যাচ পরিচালনা করেন মোশাররফ হোসেন, নাজমুল ইসলাম, রিয়াজ আহমেদ, মুন্সী এনামুল, কামাল হোসেন, আব্দুর রহমান ঢালী, বাশির আহমেদ লালু ও সিদ্ধার্থ সরকার। ম্যাচ কমিশনারের দায়িত্বে ছিলেন নৃপেন রায় চৌধুরী। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলীমুজ্জামান।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা শেখ হেমায়েত উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল, সদস্য মোল্লা খায়রুল ইসলাম, নাজমুল ইসলাম, ইনামুল কবীর মন্নু, বাফুফের খুলনা জেলা কোচ মো: আশরাফ হোসেন, বিভিন্ন জেলার ক্রীড়া কর্মকর্তাবৃন্দ। সূত্র : প্রেস রিলিজ।
খুলনা গেজেট/ এস আই