খুলনায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি পুশ করায় চার জন ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল, জেলা মৎস্য কর্মকর্তা এবং খুলনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় খুলনা জেলার রুপসা থানাধীন খানজাহান আলী সেতুর টোল প্লাজার সামনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১ হাজার ৪ শত কেজি অবৈধভাবে জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে।
অভিযান পরিচালনাকালে মৎস্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী মৎস্য ব্যবসায়ী উত্তম সরকার(৩২), পিতা-সমরেশ সরকার, সাং-কাদাকাটি, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা’কে ২০ হাজার টাকা, মোঃ বাপ্পারাজ সরদার(২৫), পিতা-মৃত আফছার সরদার, সাং-কচুয়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা’কে ২০ বিশ হাজার টাকা, হাফিজুল গাজী ওরফে সালাউদ্দিন(৩৩), পিতা-আব্দুর রহমান গাজী, সাং-দূর্গাপুর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা’কে ২০ বিশ হাজার টাকা, আলামিন সরদার(২৩), পিতা-ইউসুফ সরদার, সাং-শ্রীকান্তপুর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা’কে ২০ বিশ হাজার টাকা জরিমানাসহ ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। যাহার মোবাইল কোর্ট মামলা নাম্বার-১০১/২১, ১০২/২১, ১০৩/২১ এবং ১০৪/২১ তারিখ ২৪ জুন ২০২১ খ্রিঃ।
চিংড়ি মাছ খাদ্য হিসেবে গ্রহণ নিরাপদ না হওয়ায় জেলা মৎস্য কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।
খুলনা গেজেট/ টি আই