বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় ভাতিজার দা’র কোপে চাচা জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ধারোলো দা’য়ের কোপে চাচা আব্দুস সবুর মোল্যা (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছে। আহত অবস্থায় বৃদ্ধকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শোলগাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোলগাতিয়া এলাকায় আব্দুস সবুর মোল্যার সাথে আপন ভাতিজা জিয়াউর মোল্যার জমিজমা সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে ভাতিজা ছমির মোল্যা ও জিয়াউর রহমান মোল্যাসহ ৪/৫জন দলবদ্ধ হয়ে দা’ লাঠিসোটা নিয়ে চাচার বাড়িতে গিয়ে হামলা চালায় এতে বৃদ্ধ চাচা আব্দুস সবুরের কপাল কেটে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন