খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  ড. শেখ আব্দুল রশিদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  বাংলাদেশী ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

খুলনার তিন হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার পৃথক তিনটি হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ৬ জনের মধ্যে খুলনা করোনা হাসপাতালে একজন, গাজী মেডিকেল হাসপাতালে তিনজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় নগরীর সদর থানা এলাকার আসমা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮ টা পর্যন্ত ১৪৮ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৭ জন, ইয়ালোজোনে ১২ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।

খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘন্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নড়াইলের কালিয়ার দীন মোহম্মদ (৮০) ও বাগেরহাটের গোয়ালখালী এলাকার সুলতান হাওলাদার (৬৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছে ৬৫ জন। এরমধ্যে ৩২ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন।

গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়ার জেসমিন(২৬), শ্যামনগরের মো. আলী (৫৮) ও যশোরের কেশবপুরের আজিজ (৬৫)।

তিনি আরও জানান, হাসপাতালে ৯৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউতে পাঁচজন এবং এইচডিইউতে ৯ জন চিকিৎসাধীন। ২৪ ঘন্টায় হাসপাতালে ৩০ জন ভর্ডি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এছাড়া হাসপাতালের আরটি পিসিআর মেশিনে ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ এসেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, বুধবার রাতে খুমেকের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা পজেটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১০ জন, যশোরে ৬ জন, সাতক্ষীরায় ৪ জন, পিরোজপুরে ১ জন, নড়াইলের ১ জন ও ঝিনাইদহের একজন রয়েছেন। খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৩ শতাংশ।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনার ৮৬৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ২৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যা মোট নমুনা পরীক্ষার ২৯ শতাংশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!