কোপা আমেরিকায় বি-গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। কলম্বিয়াকে ২-১ গোলে হারানোয় নিশ্চিত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে যাচ্ছে সেলেকাওরা।
৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর রবার্তো ফিরিমিনোর গোলে সমতা ফেরায় ব্রাজিল। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কাসেমিরোর ৯৯ মিনিটের গোলে জয় ছিনিয়ে নেয় স্বাগতিক দল।
আগের ম্যাচে পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর কলম্বিয়ার বিপক্ষে একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে নামে ব্রাজিল। হেড কোচ লিওনার্দো তিতের রোটেশন পদ্ধতির কারণে একাদশের বাইরে চলে যান গোলকিপার এডারসন, ডিফেন্ডার এদার মিলিতাও, মাঝমাঠে ফাবিনিও ও এভারটন আর আক্রমণে গাব্রিয়েল বারবোসা।
এদের জায়গায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শুরু করেন ওয়েভারটন, মার্কিনিয়োস, কাসেমিরো, এভারটন রিবেরো ও রিচার্সিলন।
রিওর অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ব্রাজিল। টুর্নামেন্টে প্রথমবারের মতো গোল হজম করে তারা।
হুয়ান কোয়াদ্রাদো ডান প্রান্ত থেকে ব্রাজিলের বক্সে ক্রস করেন। উড়ন্ত বলে দুর্দান্ত ওভারহেড কিকে বল জালে জড়ান লুইস দিয়াস।
ব্রাজিলের গোলকিপার ওয়েভারটনের তাকিয়ে দেখা ছাড়া কোনো উপার ছিল না। এই বছরের অন্যতম সেরা গোল করে ১০ মিনিটেই কলম্বিয়াকে এগিয়ে দেন দিয়াস।
ওই গোলের পর হতচকিত ব্রাজিল চেষ্টা করে নিজেদের গুছিয়ে নেওয়ার। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিলেও ফাইনাল থার্ডে কার্যকরী ছিলেন না নেইমার-জেসুসরা।
ফলে ৬৫ শতাংশ বল পজেশনে রাখার পরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধেও খুব একটা পালটায় ম্যাচের দৃশ্য। ব্রাজিল বলের দখল রাখলো ফিনিশিং-এ ছিল দূর্বল। সমতা ফেরাতে বেশ খানিকটা সময় নিয়ে নেয় নয়বারের কোপা জয়ীরা।
৬৬ মিনিটে নেইমারের শট পোস্টে লেগে প্রতিহত হলে হতাশা আরও বাড়ে ব্রাজিলের। এর মিনিট দশেক পরই আসে স্বাগতিকদের কাঙ্ক্ষিত মুহূর্ত।
কলম্বিয়ার বক্সে আক্রমণের সময়, বাম প্রান্ত থেকে ক্রস ছাড়েন রেনান লোদি। বক্সের ভেতরে তাতে মাথা ছুঁইয়ে স্কোরলাইন ১-১ করে দেন লিভারপুল তারকা ফিরমিনো। ম্যাচের ঘড়িতে তখন ৭৮ মিনিট।
বাকি সময়ে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। বাকি ১২ মিনিট ও রেফারির যোগ করা ১০ মিনিট ইনজুরি টাইমে তারা বারবার চেষ্টা করে ম্যাচজয়ী গোল করার।
একেবারে শেষ মুহূর্তে ৯৯ মিনিটে জয়সূচক গোলটি পায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উৎসবে মাতান কাসেমিরো।
এই জয়ে বি-গ্রুপের শীর্ষে থেকে নকআউটে যাওয়া নিশ্চিত হলো ব্রাজিলের। সোমবার তারা নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।
কোপা আমেরিকায় রাতের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে ইকুয়েডর ও পেরু।
খুলনা গেজেট/টি আই