আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে নিউ জিল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার (২৩ জুন) রাতে ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে বৃষ্টি বিঘ্নিত ফাইনালের ষষ্ঠ দিনে (রিজার্ভ ডে) ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্লাক ক্যাপসরা।
ষষ্ঠ দিনে ভারতের ছুড়ে দেওয়া ১৩৯ রানের টার্গেট মাত্র ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে কিউইরা। আর সেটা সম্ভব হয় অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের ব্যটিং দৃঢ়তায়। উইলিয়ামসন ৮৯ বলে ৮ চারে অপরাজিত ৫২ ও টেলর ১০০ বলে ৬ চারে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
তার আগে ভারতের ছুড়ে দেওয়া ১৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউ জিল্যান্ড। এ সময় রবীচন্দ্রন অশ্বিনের বলে উইকেটরক্ষক ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে আউট হন টম লাথাম। ৪১ বল খেলে ৯ রান করেন তিনি। ৪৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কিউইরা। এ সময় অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে। ৪৭ বলে ৪ চারে ১৯ রান করে যান তিনি।
সেখান থেকে দলের হাল ধরেন উইলিয়ামসন ও টেলর। অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানের ব্যাট ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
খুলনা গেজেট/ টি আই