মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভারতকে ৮ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়ানশিপের শিরোপা নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে নিউ জিল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার (২৩ জুন) রাতে ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে বৃষ্টি বিঘ্নিত ফাইনালের ষষ্ঠ দিনে (রিজার্ভ ডে) ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্লাক ক্যাপসরা।

ষষ্ঠ দিনে ভারতের ছুড়ে দেওয়া ১৩৯ রানের টার্গেট মাত্র ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে কিউইরা। আর সেটা সম্ভব হয় অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের ব্যটিং দৃঢ়তায়। উইলিয়ামসন ৮৯ বলে ৮ চারে অপরাজিত ৫২ ও টেলর ১০০ বলে ৬ চারে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

তার আগে ভারতের ছুড়ে দেওয়া ১৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউ জিল্যান্ড। এ সময় রবীচন্দ্রন অশ্বিনের বলে উইকেটরক্ষক ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে আউট হন টম লাথাম। ৪১ বল খেলে ৯ রান করেন তিনি। ৪৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কিউইরা। এ সময় অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে। ৪৭ বলে ৪ চারে ১৯ রান করে যান তিনি।

সেখান থেকে দলের হাল ধরেন উইলিয়ামসন ও টেলর। অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানের ব্যাট ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

খুলনা গেজেট/ টি আই

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন