বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা মহানগরীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে র‌্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করোনা ভাইরাস রোধকল্পে ১১(এগার) জন’কে মোট ৪ হাজার ৪০ টাকা অর্থদন্ড করেছে।

আজ বুধবার (২৩ জুন) ‍বিকেলে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল ও খুলনা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে কেএমপি, খুলনার সদর থানাধীন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন এর ২৪ (২), ২৫(২) ও দঃ বিঃ ১৮৬০ সালের ১৮৮ এবং ২৬৯ ধারা মোতাবেক মোঃ বিল্পব হোসেন, মোঃ বিপু, মোঃ মোজাহিদ , মোঃ ওমার আলী, মোঃ আব্দুলল্লাহ,  মোঃ সাদ্দাম, মোঃ ইমন,  মোঃ রাশদুজ্জামান, শেখ জিন্নাত আলী,  সাইফুদ্দিন এবং  সাজু শেখদের কে সর্বমোট চার হাজার চল্লিশ টাকা জরিমানা করে। অভিযুক্ত ব্যক্তিরা মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে।

পরিশোধিক টাকা চালান মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়। যার মোবাইল কোর্ট মামলা নং-৯১/২১, ৯২/২১, ৯৩/২১, ৯৪/২১, ৯৫/২১, ৯৬/২১ ,৯৭/২১,৯৮/২১,৯৯/২১ এবং ১০০/২১ তারিখ ২৩/০৬/২০২১।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন