মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

১৭০ রানে অলআউট ভারত, ১৩৯ করলেই কাপ নিউজিল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে গুটিয়ে গেল ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতার জন্য নিউজিল্যান্ডের টার্গেট ১৩৯। ভারত প্রথম ইনিংসে যাও একটু লড়াই করেছিল, দ্বিতীয় ইনিংসে কেউই পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি।

নিউজিল্যান্ডের কাছে এই ম্যাচ জেতার জন্য মোটামুটি ৫৫ ওভার এবং হাতে ১০ উইকেট রয়েছে। তবে এই উইকেটে দ্রুত রান তোলা একেবারে সম্ভব নয়। ম্যাচের মোড় এবার কোনদিকে ঘোরে এখন সেটাই দেখার। এর আগে, প্রথম ইনিংসে ২১৭ রান করেছিল ভারতীয়রা। জবাবে অবশ্য নিউজিল্যান্ডও খুব বেশিদুর যেতে পারেনি। তারা অলআউট হয়েছে ২৪৯ রানে। ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন