খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দিঘলিয়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে শেখ সোরহাব হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ২২ জুন রাত আনুমানিক ১ টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিটার অপারেটর মোল্যা আছাফুর রহমান জানান, বুধবার২৩ জুন স্বাস্থ্য কেন্দ্রে ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫ জনের পজিটিভ ধরা পড়েছে। এদের মধ্যে দিঘলিয়ায় ৩ জন এবং বারাকপুরের ২ জন।

অন্যদিকে গতকালের মতো আজও কঠোরভাবে লকডাউনের দ্বিতীয় দিন পার করছে উপজেলাবাসী। বাজার এবং দোকানপাট বন্ধ রয়েছে। শহরের সংগে যোগাযোগের একমাত্র মাধ্যম ১৮ টি খেয়াঘাট এবং ৩ টি ফেরী চলাচল বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন, রোগী পারাপার এবং উপজেলা কর্মকর্তা – কর্মচারীদের পারাপারের জন্য সীমিত আকারে দিঘলিয়ার নগরঘাট, চন্দনীমহল এবং আড়ুয়া খেয়াঘাট খোলা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম, উপজেলা সহকারী কমিনশার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরীর সমন্বয়ে গঠিত টিম উপজেলাধীন বিভিন্ন হাট, বাজার, খেয়াটঘাট সরজমিনে পরিদর্শন করেন এবং জনগণকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!