বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় এক ব্যক্তিকে পিটিয়ে জখম

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্যামখালি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রভাস চন্দ্র রায়কে (৪৭) পিটিয়ে জখম করেছে তারই প্রতিবেশী। ঘটনাটি ঘটছে বুধবার (২৩ জুন) সকাল ৭ টার দিকে।

ভুক্তভোগীর ভাই মিলন রায় বলেন, দীর্ঘদিন তার প্রতিবেশীদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। তবে আজ সকাল ৭ টার দিকে তার ভাই প্রভাস চন্দ্র রায় ঘেরের বাগদা চিংড়ি মাছ বিক্রয়ের জন্য বাড়ি থেকে বের হলে, প্রতিবেশি মনোজিত মন্ডল, বিপ্লব মন্ডল ও তাদের বাবা মঙ্গল মন্ডল মিলে অতর্কিত ভাবে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে রক্তাত্ত ও মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক সুজিত কুমার বৈদ্য বলেন, ‘মাথায় ও বুকে আঘাতের চিহ্ন নিয়ে প্রভাস চন্দ্র রায় সকাল ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। মাথায় আঘাত পেয়েছে, কিছুটা জায়গায় কেটে গেছে , বুকের আঘাত পেয়েছে সেজন্যএক্সে করতে দেওয়া হয়েছে।’

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রবিউল হোসেন বলেন, ‘মারামারির বিষয়টি আমি অবগত নই। তবে কেউ অভিযোগ নিয়ে আসলে প্রমান সাপেক্ষে আইন-আনুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন