আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বুধবার সকাল পৌনে ৯টার দিকে এই শ্রদ্ধা জানান।
দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ অনেকটা নীরবেই এবার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটির জন্য দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
প্রতি বছরই বেশ আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। কিন্তু গত বছরের মতো এবারও বাধ সেধেছে বৈশ্বিক করোনা মহামারি।
বুধবার সূর্যোদয়ের ক্ষণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়সহ সব দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল পৌনে ৯টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের কেন্দ্রীয় নেতারা। সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।
বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনা গেজেট/ টি আই