খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

বরিশালে ৪১ ইউনিয়নে আ.লীগের নিরঙ্কুশ জয়

গেজেট ডেস্ক

সোমবার (২১ জুন) অনুষ্ঠিত ৩৬ ইউনিয়নের নির্বাচনের মধ্যে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নজরুল ইসলাম চুন্নু পেয়েছেন ৫ হাজার ৮০৭ ভোট, মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ৩ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের এনায়েত হোসেন হাওলাদার ১২ হাজার ৮৫৪ ভোট পেয়ে বিজয়ী, হরিনাথপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান ৫ হাজার ৪৯২ ভোট পেয়ে বিজয়ী, গুয়াবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শাহজাহান তালুকদার ৬ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী, মেমানিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দিন ৪ হাজার ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জসীম উদ্দিন ৫ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী, কাজিরচর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে মন্টু বিশ্বাস ৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী, শফিপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. আবু মুসা ১৩ হাজার ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী, নাজিরপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান ৮ হাজার ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী, চরকালেখান ইউনিয়নে লাঙল প্রতীক নিয়ে মিরাজুর ইসলাম মিরাজ ৪ হাজার ৬২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ১৩ হাজার ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুক হোসেন মোল্লা।

বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী মজিবুল হক টুকু, বাইশারি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী শ্যামল চক্রবর্তী।

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৮৮৪ ভোট পেয়ে শাহীন হাওলাদার বিজয়ী, বড়াকোঠা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে সহিদুল ইসলাম ১৪ হাজার ০৮৪ ভোট পেয়ে বিজয়ী, জল্লা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বেবী রাণী দাস ১৪ হাজার ০৮৪ ভোট পেয়ে বিজয়ী, ওটরা ইউনিয়নে নৌকা প্রতীকক নিয়ে এম এ খালেক ১২ হাজার ২১৯ ভোট পেয়ে বিজয়ী।

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে লাঙল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান ৭ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী, দেহেরগতি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মশিউর রহমান ৯ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী, কেদারপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নূরে আলম ৬ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান খান ৬ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদুল ইসলাম, রঙ্গশ্রী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বশিরউদ্দিন, ভরপাশা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আশরাফুজ্জামান খান, গারুড়িয়া ইউনিয়নে লাঙল প্রতীক নিয়ে ৬ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এসএম কাইউম খান, কলসকাঠি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৩৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফয়সাল ওয়াহিদ, কবাই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জহিরুল হক খান, নলুয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৯২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আ.স.ম ফিরোজ আলম খান, ফরিদপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এসএম শফিকুর রহমান, দাঁড়িয়াল ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম খান এবং চরাদি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী কামাল হোসেন লিটন মোল্লা, চরবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী মাহাতাব হোসেন, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাদিরা রহমান, জাগুয়া ইউনিয়নে হাতপাখা প্রতীক নিয়ে ২ হাজার ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হেদায়াতুল্লাহ খান।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের যে ১৪ প্রার্থী নির্বাচিত হয়েছেন- উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে আবদুল হালিম সরদার, মুলাদী সদর ইউনিয়নে কামরুল আহসান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউনিয়নে সৈকত গুহ, খাঞ্জাপুর ইউনিয়নে নূর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নে আবদুর রাজ্জাক, বাটাজোর ইউনিয়নে আবদুর রব হাওলাদার, চাদশী ইউনিয়নে নজরুল ইসলাম, বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়নে সাইফুল ইসলাম, ইলুহার ইউনিয়নে শহিদুল ইসলাম, সলিয়াবাকপুর ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান, বানারীপাড়া সদর ইউনিয়নে আবদুল জলিল ঘরামী, উদয়কাঠি ইউনিয়নে রাহাদ আহম্মেদ ও বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে গোলাম মোর্শেদ।

প্রসঙ্গত, বরিশাল জেলার নয়টি উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন। এর মধ্যে নারী ভোটার ৪ লাখ ৫২ হাজার ৩৩০ এবং পুরুষ ভোটার ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন। ৪৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২ হাজার ৯৬৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!