খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

খুলনার ১৩ শ’ ভূমিহীনের নতুন ঠিকানা

নিজস্ব প্রতিবেদক

জেলার নয় উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে এক হাজার তিন শ’ ৫১ ভূমিহীন পরিবার আজ থেকে নতুন ঠিকানা পেয়েছে। ভূমিহীনদের দুই শতক করে খাস জমির দলিলও হস্তান্তর করা হয়েছে। ভূমিহীনরা নতুন ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন। প্রথম দফায় জেলার নয়শ’ ২২ পরিবার ঘর পায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘরপ্রাপ্তদের মধ্যে ডুমুরিয়া উপজেলায় পাঁচ শ’, পাইকগাছা উপজেলায় তিন শ’, রূপসা উপজেলায় দুই শ’ ১৫, দাকোপ উপজেলায় দুই শ, তেরখাদা উপজেলায় ৪০, দিঘলিয়া, বটিয়াঘাটা ও কয়রা উপজেলায় ৩০ পরিবার করে এবং ফুলতলা উপজেলায় ছয়টি পরিবার। প্রতিটি ঘর নির্মাণের জন্য এক লাখ ৯৩ হাজার টাকা করে ব্যয় হয়। প্রতি পরিবারে পয়:নিষ্কাশনের সুবিধা রয়েছে। আজ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে দিঘলিয়ায় ভূমিহীনদের মধ্যে ঘর উপহার দেন।

তিনি এ অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য বসবাসযোগী ঘর উপহার দিয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে নয় উপজেলাবাসী আরও ঘর উপহার পাবে।

ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার বাদুড়গাছা, বাহাদুরপুর, ভান্ডারপাড়া, সাজিয়ারা ও বরাতিয়া মালতিয়ায় ভূমিহীনরা ঘর পেয়েছেন। তাদের দলিল সরকারের পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাঁচটি ইউনিয়নের দশটি মৌজায় দুইশ’ ১৫ ভূমিহীনদের মধ্যে ঘর বিতরণ করা হয়েছে। তাদের আজ থেকে নতুন ঠিকানা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে তাদের দুর্ভোগ পোহাতে হবে না।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!