খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

খুলনায় কুরআনিক অলিম্পিয়াড’র পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

“কুরআনের আলোয় আলোকিত হোক আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর আয়োজিত রমজান মাসজুড়ে অনলাইনে অনুষ্ঠিত কুরআনিক অলিম্পিয়াড এর পুরস্কার বিতরণ রবিবার (২০জুন) স্থানীয় শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও ছাত্রআন্দোলন সম্পাদক আমিন উদ্দীন।

মহানগর সভাপতি মুশাররফ আনসারী’র সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল আউয়ালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান নাঈম সহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই পৃথিবীতে সর্বোত্তম কাজ হচ্ছে আল-কুরআন অধ্যয়ন করা এবং সে অনুযায়ী জীবনে আমল করা। যারা দুনিয়ায় আল-কুরআন অধ্যয়ন করবে, জেনে-বুঝে আমল করবে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাদেরকে স্মরণ করবেন এবং এই কুরআনের সংস্পর্শে থাকার কারণে তাদের মাধ্যমে পৃথিবীতে আলোকবর্তিকা ছড়িয়ে দিবেন। তিনি আরও বলেন যে, মুসলিম জাতি আজ পদে পদে নিষ্পেষিত, অবহেলিত, নিঘৃত – যার মূল কারণ আমরা কুরআনের আদর্শ থেকে আজও দূরে। একমাত্র কুরআনই পারে আমাদের মুক্তির মাঞ্জিলে পৌছে দিতে।

উল্লেখ্য, অনলাইনে খুলনার সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুরআনিক অলিম্পিয়াড। অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ জনকে পুরস্কৃত করা হয়। প্রেস রিলিজ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!