খুলনায় আজ (শনিবার) থেকে পুনরায় শুরু হলো প্রথম ভোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে সিনোফার্মের এই টিকা মেডিকেলের শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবার সাথে জড়িত সংশ্লিষ্টদের দেওয়া হচ্ছে। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে একশত ৩৪ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৬ জন এবং মহিলা ৬৮ জন।
এপর্যন্ত খুলনা জেলায় এক লাখ ৭৬ হাজার ৯১ জন প্রথম ভোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার দুইশত দুই জন এবং ৭১ হাজার আটশত ৮৯ জন মহিলা। এছাড়া এপর্যন্ত এক লাখ ২৭ হাজার নয়শত ৭৮ জন দ্বিতীয় ভোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার দুইশত ৮২ জন এবং ৪৯ হাজার ছয়শত ৯৬ জন মহিলা।
খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা গেজেট/ টি আই