খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  ড. শেখ আব্দুল রশিদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  বাংলাদেশী ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হারে শীর্ষে খুলনা

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের হারে শীর্ষে খুলনা। গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে সর্বাধিক ২০ জনের মৃত্যু হয়। একই সময়ে অদৃশ্য এই ভাইরাসে শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৩৬ দশমিক ৮১ শতাংশ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, রোগীদের সেবায় খুলনায় মোট ২০০ শয্যার ব্যবস্থা করা হচ্ছে। খুলনা করোনা হাসপাতাল এখন ১৩০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। জেনারেল হাসপাতালে আরও ৭০ শয্যা বাড়ছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। সকলকে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

খুলনায় করোনার সংক্রমণরোধে বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমানো সম্ভব।

বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া মানুষের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এসময়ে মৃত্যুবরণকারীদের মধ্যে খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫২৮টি ল্যাবে ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৫ হাজার ৭৭১টি। নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে করোনা শনাক্তের হারেও শীর্ষে রয়েছে খুলনা। খুলনা বিভাগে নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৮১ শতাংশ। এছাড়া রংপুর বিভাগে ৩১ দশমিক ৬৪ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৫ দশমিক ৮৭ শতাংশ, সিলেট বিভাগে ১৫ দশমিক ০৭ শতাংশ, রাজশাহী বিভাগে ১৫ দশমিক ০৩ শতাংশ, বরিশাল বিভাগে ১৪ দশমিক ৭১ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১২ দশমিক ২৭ শতাংশ ও ঢাকা বিভাগে শনাক্তের হার ১০ দশমিক ৫৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৪৫ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৪৭ হাজার ৬৫৭টি। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৭১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!