যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়, খুলনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খুলনা জেলা পর্যায়ে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা। খুলনা জেলা স্টেডিয়ামে মঙ্গলবার (১৫ জুন) জেলা পর্যায়ের ও মহানগর পর্যায়ের একটি করে খেলা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গ্রুপে ফাইনালে উন্নীত হয়েছে ফুলতলা। এছাড়া খুলনা মহানগর পর্যায়ে বঙ্গবন্ধু গ্রুপের ফাইনালে উঠেছে দৌলতপুর-খানজাহান আলী থানার সমন্বয়ে গঠিত দল।
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপে বালক গ্রুপে দিনের প্রথম সেমিফাইনালে দারুণ জয় পেয়ে জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে ফুলতলা উপজেলা। ম্যাচে তারা ৪-২ গোলের বড় ব্যবধানে পাইকগাছা উপজেলা দলকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে হ্যাটট্রিক করেন রাসেল ফকির। অপর গোলটি করেন শেখ সংগ্রাম। পাইকগাছার হয়ে দু’টি গোল পরিশোধ করেন ওমর ফারুক ও ফরহাদ হোসেন।
এদিন খুলনা মহানগর পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনালে দৌলতপুর-খানজাহান আলী থানার সমন্বয়ে গঠিত দল ২-০ গোলে খালিশপুর-আড়ংঘাটা থানার সমন্বয়ে গঠিত দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দলের হয়ে গোল দু’টি করেন রাব্বি হাওলাদার ও শাহীন শেখ।
দিনব্যাপী অনুষ্ঠিত খেলাগুলি পরিচালনা করেন জোনায়েদ শরীফ, গোলাম রসুল, জসিম উদ্দিন, বাসির আহমেদ লালু, আব্দুর রহমান, আলী আকবর, নাজমুল হোসেন, মাহাবুর রহমান। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলীমুজ্জামান।
খুলনা গেজেট/ এস আই