দৈনিক প্রবাহ পত্রিকার ৭নং ওয়ার্ড প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির গবেষণা সম্পাদক, কাজী নজরুল ইসলাম পাঠাগারের সাবেক সভাপতি, কাশিপুর ফুয়েল এজেন্সির মালিক শেখ মনিরুজ্জামান মনি(৬০) আর নেই। সবাইকে কাঁদিয়ে মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সোমবার রাতে ব্রেনষ্ট্রোক করলে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সদালপি এ মানুষটির লাশ দুপুরে নিজ বাড়ি কাশিপুর পৌছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আছর বাদ দক্ষিণ কাশিপুর জামে মসজিদে জানাজা শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম কালু, বিএনপি নেতা মুর্শিদ কামাল, কাজী আঃ লতিফ, জাকির হোসেন, জ্বালানী পরিবেশক সমিতির সাঃ সম্পাদক শেখ মুরাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন মোল্লা, কাজী নজরুল ইসলাম পাঠাগারের সভাপতি মুনসুর আলম চৌধুরি, সাঃ সম্পাদক আসলাম শেখ, জুয়েল, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, জাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনা গেজেট/ টি আই