বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় সাবেক স্বামীর হাতে নারী খুন, ঘাতক আটক

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় সাবেক স্বামীর হাতে পারভিন বেগম (৩৮) নামের এক নারী খুন হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) রাত ১ টার দিকে ডুমুরিয়া শহীদ মহিলা কলেজের পাশে একটি বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক সাবেক স্বামী লিটন মোল্যা (৩৫)কে আটক করেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, প্রায় ৩ বছর পূর্বে ডুমুরিয়া বাজার এলাকার মৃত কিনু মোল্যার ছেলে লিটন মোল্যার সাথে খর্ণিয়ার বাহাদুর পুর গ্রামের মান্নান শেখের মেয়ে নিহত পারভীন বেগমের ২য় বিয়ে হয়। প্রায় ১ মাস আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আবারও ওই নারীকে বিয়ে করতে পায়তারা শুরু করে লিটন মোল্যা।

কিন্তু পারভীন বেগম রাজি না হওয়ায় ঘটনার রাতে তার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে লিটন মোল্যা। পরে ওই নারীকে বের করে ঘরের সামনে এনে ছুরি দিয়ে পেট ফেড়ে ও রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে থানা পুলিশ ওই রাতেই গুরুতর জখম নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক ভাবে জানতে পেরেছি তার সাবেক স্বামী লিটন মোল্যা সরাসরি এ হত্যাকান্ডের সাথে জড়িত। তাকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত এবং মামলার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন