খুলনার খালিশপুরে চা দোকানি লিটন হত্যা মামলায় আসামি মোঃ আল মামুনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৪ জুন) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত – ৪ এর বিচারক ড. মোঃ আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর করেন। সে নয়াবাটি এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা নিমাই চন্দ্র কুন্ডু বলেন, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ১০ জুন মামুন জামিনের জন্য আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। ওই দিন তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানির দিন ধার্য করে।
তিনি আরও জানান, চায়ের দোকানের সামনে মাদক বিক্রি করত মামুন। প্রায় তাকে নিষেধ করত লিটন। ঘটনার দিন বিকেল পাঁচ টায় আসামিরা সংঘবদ্ধ হয়ে লিটনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়, সে সময় মামুনও উপস্থিত ছিল। মামলায় ১০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চার জন আসামি ১৬৪ ধারায় আদালতে নিজেদের উপস্থিতি ও হত্যাকান্ডের সময় স্ব স্ব অবস্থান বর্ণনা করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
১৮ এপ্রিল রাত ১ টায় দোকান বন্ধ করে লিটন বাড়ির উদেশ্যে রওনা হয়। কাশিপুর বাইতিপাড়া কবরখানার সামনে পৌছালে পূর্ব পরিচিত সন্ত্রাসীরা তার ওপর আর্তকিত হামলা চালায়। পরে পরিবার ও এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। এর আগে হামলাকারীদের নাম পুলিশের কাছে বলে দেয়। তার শরীরে অগণিত আঘাতের চিহ্ন ছিল।
খুলনা গেজেট/ এস আই