খুলনার ফুলতলা উপজেলা থেকে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক বিক্রেতাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি উজ্জ্বল দত্তের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ফুলতলার বেজেরডাঙ্গা রেলষ্টেশন বাজার এলাকায় থেকে ৫২পিচ ইয়াবাসহ মাহমুদুল মোল্যা (২৭) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে। সে ফুলতলার উত্তরডিহি গ্রামের মোঃ তাবুল মোল্যার পুত্র।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই সৌরভ কুমার দাস বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-০৮) দায়ের করেন।
খুলনা গেজেট/ টি আই