কোপা আমেরিকা নিয়ে জলঘোলা হয়েছিল অনেক। অবশেষে আজ (রোববার) দিবাগত রাতে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভেনেজুয়েলার। কিন্তু শনিবার সন্ধ্যায় এলো দুঃসংবাদ।
জানা গেছে ভেনুজুয়েলা দলের ১২ জন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে খেলোয়াড় ও হোটেল রুমের স্টাফেরাও রয়েছেন।
ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কনমেবল স্বাস্থ্য বিভাগকে ভেনেজুয়েলা দলের খেলোয়াড়– কর্মীসহ ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না এবং সবাইকে আলাদা হোটেল রুমে সঙ্গনিরোধ করা হয়েছে।’
যদিও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) জানিয়েছে, শুক্রবার রাতে ভেনেজুয়েলা দল ব্রাজিলে পা রাখার পরেই তারা করোনা আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে কারোই উপসর্গ নেই। তাদের প্রত্যেকে একটি আলাদা ঘরে আইসোলেশেনে রাখা হয়েছে।
কনমেবল তাদের তত্ত্বাবধানে করছে বলে জানা গেছে। যদিও মোট কত জন খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে আপাতত ম্যাচ নিয়ে যে খুব একটা শঙ্কা নেই, এটুকু বলা হচ্ছে।
খুলনা গেজেট/ টি আই