তাকে নিয়ে গুঞ্জনটা অনেক দিন ধরেই। তবে আনুষ্ঠানিক ঘোষণা তো দূর, কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়া এখনো আটকে আছে ওই গুঞ্জনের মধ্যেই। শোনা যাচ্ছে, চলতি মৌসুমেই স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এই ফরাসি তারকা।
এবার ওই গুঞ্জনে যেন নিজেই একটু হাওয়া লাগালেন এমবাপে। পিএসজিতে সুখে আছেন জানালেও এটাই তার জন্য সেরা জায়গা কি না, এই নিয়ে নিজের সংশয়ের কথা গোপন করেননি তিনি। সম্প্রতি ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।
এমবাপে বলেন, ‘আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা কঠিন। আমার নিজেকে সবরকমের সুযোগ দিতে হবে ভালো সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমি এমন একটা জায়গায় আছি, যেটা আমি পছন্দ করি। আমি এখানে ভালো আছি। কিন্তু এটাই কি আমার জন্য সেরা জায়গা? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই।’
বর্তমান ক্লাবের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারে এই তারকা ফুটবলার বলেন, ‘পিএসজি আমার অনুরোধ বুঝতে পারে। কারণ তারা জানে আমি কোনো বিশ্বাসঘাতকতামূলক সিদ্ধান্ত নেবো না। সেরা খেলোয়াড় হতে হলে আপনাকে জানতে হবে কীভাবে মাঠের বাইরেও নিজেকে স্বচ্ছ রাখা যায়।’
খুলনা গেজেট/ টি আই