Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাম্যের কবি

সন্দ্বীপ কুমার ঘোষ

সাম্যের কবি নজরুল তুমি
গেয়েছিল সাম্যের গান

বিদ্রোহের তরে আন্দোলনে
অগ্রে ছিলে হে নবীন!

সাম্প্রদায়িক সম্প্রীতির পুরোধা তুমি
তুমি মহান তুমি হে গুণী!

শিকল বাজিয়ে শৃংখল ভেঙে
দিয়েছিলে মোদের স্বাধীন আনি।

মাটির ঘরে বেধে বাসা
এনেছিলে প্রেম মধুর আশা!

তুমি বুলবুল গানেতে মশগুল
জাগিয়েছ তুমি পীড়িতের ভাষা।

দানিয়াছ প্রেম ভালোবাসা আর
ঘুমন্ত জাতির দিয়েছ অধিকার

তুমি মহান হে চির মহীয়ান
তোমারে স্মরণ করি আজ।

আজ তোমার ১১৩তম জন্মদিন
তোমার নিকট আছে শতকোটি ঋণ!

তোমারে আমরা দেয়নি কিছু
আমরা অধম কর্দপহীণ।

তুমি সাম্যের কবি বিদ্রোহের কবি
দেয়নি তোমার হৃত সম্মান!

তুমি সমাধি পরে উন্নত শিরে
যুগ যুগ ধরে থাকবে অম্লান।।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন